PropellerAds ঝিনাইদহে ২০১৯-২০২০ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি আওতায় ৩দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন! – www.DpNews24.com
www.DpNews24.com

ঝিনাইদহে ২০১৯-২০২০ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি আওতায় ৩দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন!

জাহিদুর রহমান তারিক, প্রতিনিধি, ঝিনাইদহঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ পরিচালক এর কাযার্লয়ে ২০১৯-২০২০ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি আওতায় ৩দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কাযার্লয়ের আয়োজনে মঙ্গলবার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান ৩
দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ তাসলিমা বেগম,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ মূন্সি ফিরোজা সুলতানা। প্রশিক্ষক পরিচালনা করেন খন্দকার শরিফা আক্তার।

সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম ,রোকেয়া খাতুন ,ফৌজিয়া হক জুই প্রমূখ। সিও এনজিও, দেশ চেতনা,এসডাপ,প্যারা ডাইস,সবুজ কল্যান সংস্থার ৩৫ জন সদস্য অংশ গ্রহন করেন।

PropellerAds
PropellerAds