PropellerAds সুনামগঞ্জ জেলার অধীনস্থ কোন উপ‌জেলা ক‌মি‌টি আপাদত ভাঙা হ‌চ্ছে না। – www.DpNews24.com
www.DpNews24.com

সুনামগঞ্জ জেলার অধীনস্থ কোন উপ‌জেলা ক‌মি‌টি আপাদত ভাঙা হ‌চ্ছে না।

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ জেলার অধীনস্থ কোন উপ‌জেলা ক‌মি‌টি আপাদত ভাঙা হ‌চ্ছে না।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লী‌গের প্র‌তি‌নিধি সভায় প্রধান বক্তার বক্ত‌ব্যে একথা জানান, দল‌টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হক হা‌নিফ। 
শহ‌রের শিল্পকলা একা‌ডে‌মি মিলনায়ত‌নে এ সভা অনু‌ষ্ঠিত হয়।হা‌নিফ আ‌রো ব‌লেন, উপ‌জেলা ক‌মি‌টি ভাঙার এখ‌তিয়ার জেলা ক‌মি‌টির নেই, ভাঙার এখ‌তিয়ার শুধু কেন্দ্রের আ‌ছে।
এছাড়া দলীয় সভা‌নেত্রী শেখ হা‌সিনা যে কোন সময় ক‌মি‌টি ভে‌ঙে দি‌তে পা‌রেন। ‌দোয়রাবাজার ও মধ্যনগর ক‌মি‌টির ব্যাপা‌রে হা‌নিফ ব‌লেন, এই দু‌টিতে স‌ম্মেলন প্রস্তু‌তি আহবায়ক ক‌রে নতুন ক‌মি‌টি গঠন কর‌তে হ‌বে। এছাড়া তি‌নি এক্যবদ্ধ হ‌য়ে  দলীয় কার্যক্রম চালা‌নোর নেতাকর্মী‌দের নি‌র্দেশ দেন।

PropellerAds
PropellerAds